মোরেলগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে  ইউনিয়ন শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
মোঃ মেহেদী হাসান নিয়াজ , মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে ইউনিয়ন শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নের শ্রমিক দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশের আয়েজন করা হয়। বুধবার দুপুর ২ টার দিকে আবু হুরায়রা মসজিদ মাঠে এ সভার  আয়োজন করা হয়।
শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা উপদেষ্টা ও প্রাক্তন খুলনা বিভাগীয় সভাপতি এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের সহকারি পরিচালক  খান মোঃ গোলাম রসুল, বিশেষ বক্তা হিসেবে ছিলেন মোরেলগঞ্জ শরণখোলা বাগেরহাট ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শ্রমিক উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল আলীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাস্টার রেজাউল করিম,  উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তাকুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।