নিসচার ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে বড়লেখায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪

 

বিনিত দাস, বড়লেখা

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটকে উপেক্ষা, ইতিহাসকে বদলে ফেলা এবং জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে অসম্মান ও তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় স্থানীয় রেস্টুরেন্টে
সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিনিয়র আইনজীবী গোপাল চন্দ দত্ত, নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, প্রভাষক মো. নাসির উদ্দিন, বণিক সমিতির কোষাধ্যক্ষ শৈলেন চন্দ্র দেব নাথ, আহমেদ জালাল ফুটবল একাডেমির কোচ মোহাম্মদ ছালেক, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়াসহ অন্যান্য সুধী সমাজের ব্যক্তিবর্গ।

সুধী সমাবেশে সমাবেশে বক্তারা দেশের কল্যাণে ইলিয়াস কাঞ্চনের অবদানের কথা তুলে ধরেন এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসটি এসেছে যার হাত ধরে যার কর্মের মধ্যদিয়ে সেই জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিনে সেই মানুষকে বাদ দিয়ে অন্যদের নিয়ে দিবস পালন এটি জাতি হিসেবে লজ্জাকর একটি ঘটনা।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই এই আন্দোলনটি ইলিয়াস কাঞ্চন- এর একার হলেও এটা এখন ১৮কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এখন এটা সর্বজনবিদিত। যে স্বার্থন্বেসী মহল নিরাপদ সড়ক চাই এর ইতিহাসকে বদলে দিতে চায়। তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।