রাঙ্গুনিয়া পদুয়ায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও বহনকারী ১টি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার স্বাধীন খবর স্বাধীন খবর স্বাধীন খবর প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪ রাঙ্গুনিয়া প্রতিনিধি: দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়ায় ৫০ লিটার চোলাই মদ ওবহনকারী মোটরসাইকেলসহ ২জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২ টা ০৫ মিনিটের দিকে পদুয়া জয়নগর ৫ নং ওয়ার্ডস্থ হাজ্বী আহমদুর রহমানের বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ ও মদ বহনকারী ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামী হলেন রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের মহিষের বাম এলাকার মৃত আহমদ শরীফের ছেলে মো: আজিম (২৫) ও একই এলাকার মৃত নুরুল আজিমের ছেলে মো: আজগর আলী (৪৫)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই (নি:) মো: আব্দুর রশিদ জানান, ১০ সেপ্টেম্বর সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় ডিউটিকালীন অবস্থায় রাত২ টা ০৫ মিনিটের দিকে উল্লিখিত স্থান হতে ৫০ লিটার চোলাই মদ যার মূল্য অনুমান ২৫০০/- (পঁচিশ হাজার) টাকা ও মদ বহনকারী একটি প্লাটিনা মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছি। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: