প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
মোরেলগঞ্জে সাংবাদিক সম্মেলনে দোকান দখলের ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নেতা মো. আমীর আলী তালুকদার। শুক্রবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আমীর আলী। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় তার বিরুদ্ধে ৯টি দোকান দখলের অভিযোগ তুলে মাহমুদুল হাসান শুভ যে অভিযোগ তুলেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন।
ওই জমি পৈত্রিক সূত্রে আমার (আমীর নালীর)। দোকানসহ ওই জমি মাহমুদুল হাসান শুভ’র পিতা আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছিলেন। সেই বেদখল হওয়া জমি ও দোকানগুলো তিনি গত ৫ আগষ্ট বিকেলে পুনরুদ্ধার করেছেন। এখানে দলীয় প্রভাব বা দলের নেত্রী বা কারো ছবি সংবলিত সাইনবোর্ড ব্যবহার করা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত