মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় স্থানীয় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ১৬টি ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে এই শিক্ষা শিবিরের (টিসি) আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি খুলনা অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা রেজাউল করীম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারী শেখ মুহাম্মাদ ইউনুস, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা শিক্ষা ও গবেষনা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম হাওলাদার, উপজেলা যুব সভাপতি মোস্তফা আল মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষা শিবিরে প্রায় চারশত সক্রিয় কর্মী অংশগ্রহন করে। দারসুল কুরআন, বর্তমান প্রেক্ষাপটে কর্মীদের করণীয়, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয়ের গুরুত্ব, রিপোর্ট রাখার গুরুত্ব ও পদ্ধতি, ইউনিট ও ওয়ার্ড মজবুতকরণ: সমস্যা ও প্রতিকার, স্থানীয় ও জাতীয় নির্বাচনে কর্মীদের ভূমিকা, ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কুরবানি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শেষে বিকাল সাড়ে ৪ টায় সমাপণী অধিবেশনের মাধ্যমে দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির সমাপ্ত হয়।