বিএনপি নেতা মেহেদী হাসান এর উদ্যোগে রাস্তা সংস্কার স্বাধীন খবর স্বাধীন খবর স্বাধীন খবর প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“addons”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি সাভারের জনদুর্ভোগ কমাতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান`র ব্যক্তিগত উদ্যোগে তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সিংগাইর রোডে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার করা হয়েছে। গতকাল (১৮ জুন ) বুধবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান নিজে মানুষের কষ্ট লাঘবের জন্য দাঁড়িয়ে থেকে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার করেন। দীর্ঘদিন যাবৎ রাস্তার এই অংশটুকু খানাখন্দ থাকায় যানচলাচলের সময় প্রায় ঘটতো ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা এ্যাড. মোঃ মেহেদী হাসান নজরে আনলে তিনি ব্যক্তিগত ভাবে সংস্কারের উদ্যোগ নেন। স্থানীয় শিক্ষার্থী মো. আজিম খান বলেন, দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে এ হেমায়েতপুর সিংগাইর রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে রাবিশ ও ইটের খোয়া এবং বালি দিয়ে ভরাট নির্মাণ করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে। সংস্কারের দায়িত্ব পালন করা ছাত্রদল নেতা নাঈম বলেন, এ রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় এ্যাড. মোঃ মেহেদী হাসান ভাইকে জানালে তিনি তার নিজ উদ্যোগে রাস্তা রাবিশ ও ইটের খোয়া এবং বালি দিয়ে ভরাট কাজ করে দিচ্ছেন। এবিষয়ে বিএনপি নেতা এডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাই নিজের সংস্কারের উদ্যোগ নিয়েছি। তেতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব। SHARES রাজনীতি বিষয়: