পাংশায় নানা বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪
আল আমিন হোসেন 
রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় মা-বাবার সাথে নানা বাড়ি বেড়াতে এসে সাব্দুল্লাহ্ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্দুল্লাহ শাহামীরপুর গ্রামের মোঃ মতলেব মন্ডলের নাতি।
নিহত সাব্দুল্লাহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৩-৪ দিন পূর্বে মা-বাবার সাথে নানা বাড়িতে আসে সাব্দুল্লাহ। গতকাল সাব্দুল্লার বাবা বাড়িতে চলে যায়। ঘটনার দিন (শনিবার) সকাল ৯ টা থেকে সাব্দুল্লাহকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১০ টার দিকে নানা বাড়ির পাশের একটি পুকুরে সাব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। শিশুটির মরদেহ কালুখালী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত সাব্দুল্লাহর নানা বাড়ির সবাই সেখানে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা এখনো এই ধরণের কোন সংবাদ পাইনি। আমাদের হাবাসপুরের বিট অফিসারের মাধ্যমে খোজ নিয়ে দেখছি। একটু পরে জানানো জাবে এ ধরণের কোন ঘটনা ঘটেছে কিনা।