পাংশায় জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
আল আমিন হোসেন
রাজবাড়ী প্রতিনিধিঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও র‍্যালি এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা কৃষি ফার্ম কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলার সমবায় কর্মীরাও উপস্থিত ছিলেন।