গহিরা কলেজের আয়না ঘর ও রাউজানে সার্বিক পরিস্থিতি নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
গহিরা কলেজের আয়না ঘর ও রাউজানে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল ১১ অক্টোবর শুক্রবার দুপুরে  রাউজান গহিরায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা আনিসুজ্জামান সোহেল, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, মোজাম্মেল হক,  ইউছুপ তালুকদার, তসলিম উদ্দিন, ছোটন আজম, মো. সালাউদ্দীন, নেজাম উদ্দীন, আসাদুজ্জামান এনাম, মো. সাহেদুল মোস্তফা, সালাউদ্দিন সেলিম নেজাম, কে. এম মাসুদ করিম, আহমেদ সোয়েবানু, মো. রাশেদ, ছাত্রদল নেতা জুয়েল চৌধুরীসহ আরো অনেকে।
গিয়াস কাদের বলেন ‘আ. লীগ আমলে রাউজান জমি দখল করেছিল সাধারণ মানুষের। দস্তখত নিয়ে ভুমি নিয়ে নিয়ে নিয়েছে। গরীব, দুঃখী মানুষ বিদেশে কষ্ট করে দেশে জমি নেয়। তাদের জমি দখল করেছে আ.লীগের লোকজন। তাদের সম্পদ ফিরে দিতে সরকারের কাছে আমি আবেদন জানাই।’ তিনি আরো বলেন ‘আমার এলাকা গহিরা কলেজে একটি আন্ডারগ্রাউন্ডে আয়না ঘর সৃষ্টি করা হয়েছে। জমি দিতে না চাইলে সেই আয়না ঘরে জোরপূর্বক দস্তখত নিত। তিনি বলেন ‘আমার দলের কেউ চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ কোন অপরাধ করার খবর হলে তা আমার দলের নেতারা প্রতিরোধ করবেন।  আমি বিএনপি করি গ্রুপ করছিনা। নব্য কিছু বিএনপি কথিত বিএনপি সাথে যোগ দিয়ে এলাকায় অপকম করছে।
মুহাম্মদ দিদারুল আলম